হবিগঞ্জের বানিয়াচংয়ে জেন্ডার লেন্স ব্যবহার করে শিক্ষা বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রশাসন ও এসেড হবিগঞ্জের আয়োজনে সভায় বিদায়ী বানিয়াচং উপজেলা শাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকোরানা সভাপত্বি করেন।
এনজিও মালালা’র সহযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আয়োজিত সভায় বক্তব্য রাখেন. এসেড হবিগঞ্জের কর্মসূচী প্রধান জামিল মুস্তাক, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, দুপ্রক বানিয়াচং উপজেলা শাখার সভাপতি বিপুল ভূষন রায়,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান চোকদার, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, মহারত্নপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন দেব প্রমুখ। এছাড়া উপজেলা হিসাব রক্ষণ অফিসার লিটন চন্দ্র সুত্রধর, একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার, পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত কুমার দেব, তথ্যসেবা অফিসার নুপুর রাণীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply