হবিগঞ্জের বানিয়াচং বড়বাজারে বিক্রির সময় শতাধিক জাটকা ইলিশ জব্দ করেছেন বানিয়াচং উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে স্থানীয় সবারেজিস্ট্রার অফিসের সামন থেকে জাটকাগুলো জব্দ করা হয়।
জানা যায়, পার্শ্ববর্তী আজমিরীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীসহ বিভিন্ন নদনদী থেকে অসাধু জেলেরা জাটকা ইলিশ আহরণ করে বিক্রি করে। সম্প্রতি আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান ও মৎস্য অফিসার মোঃ আনিছুর রহমান মা ইলিশ ও জাটকা নিধনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেন।
আজমিরীগঞ্জে জাটকা বিক্রি করতে না পেরে প্রতিদিনই বানিয়াচংয়ের বাজারগুলোতে জাটকা বিক্রি শুরু করে অসাধু জেলেরা।
শুক্রবার আজমিরীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান প্রয়োজনের তাগিদে বানিয়াচংয়ে আসলে তিনি বড়বাজার সাবরেজিস্ট্রার অফিসের সামনে জাটকা বিক্রি করতে দেখে তাৎক্ষনিক বাধা দেন। এসময় বিক্রেতা পালিয়ে যায়। খবর পেয়ে বানিয়াচং মৎস্য অফিসার নুরুল ইকরাম এসে জাটকাগুলো জব্দ করেন।
মৎস্য অফিসার নুরুল ইকরাম বলেন, মা ইলিশ আহরণ ও জাটকা নিধনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply