এস এম খোকন ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২০ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
০৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,জেলা ইমাম সমিতির সভাপতি ক্বাজী মাওলানা আতাউর রহমান,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, এরশাদ আলী, এসআই আব্দুর রহমান,শিক্ষক সাধনা রাণী সুত্রধর প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরান, পল্লী বিদ্যুতের ডিজিএম মামুন মোল্লা, প্রিন্সিপাল স্বপন কুমার দাশ,আবদাল হোসেন খান, মোবাশ্বির আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ইয়াসিন আরাফাত মিল্টন,
প্রচার সম্পাদক এস এম খলিলুর রহমান রাজুসহ বিভিন্ন রাজনৈতিক নেতেৃবৃন্দ, বিভিন্নঅফিসের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এবছর (কোভিড-১৯) এর জন্য স্বাস্থ্য বিধি, মেনে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২০ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
এছাড়া সম্প্রতি প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে স্থানীয় বড়বাজার এলাকায় নির্মিত মুক্তিযোদ্ধা চত্তরও ঐদিন বিকালে উদ্বোধনের দিন নির্ধারন করা হয়েছে।