শিক্ষিত মা সুরভিত ফুল প্রতিটি ঘর হবে একেকটি স্কুল এ প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচং মীরমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মা-দের নিয়ে মা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা বেগমের পরিচালনায় মা-সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউ আর সি ইন্সট্রাক্টর জাহির মিয়া তালুকদার প্রমুখ। এছাড়া সহকারি শিক্ষক ঝরণা বেগম, হাসিনা খাতুন, উর্মি ভট্রাচার্য্য, রুনা আক্তার, রুবি আক্তার, পুস্প আক্তার,মুন্না খানম,মওলুদা আক্তারসহ, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ ভাল হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ফলাফল আরো ভাল করতে শিক্ষকদের আন্তরিক হওয়ার আহবান জানিয়েছেন।