বানিয়াচংয়ে মাদক সেবনের অপরাধে আলফু মিয়া নামে এক ব্যক্তিকে মোবাইল কোর্টে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় সহকারী কমিশনা (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মি’র নেতৃত্বে পরিচালিত কোর্টে এ দন্ডাদেশ প্রদান করা হয়।
জানাযায়, উপজেলা সদরের জাতুকর্ণপাড়া গ্রামের মৃত সৈয়দ উল্লার পুত্র আলফু মিয়া (৪৪) দীর্ঘদিন যাবত ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক সেবন করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইয়াবা সেবনরত অবস্থায় আটক করলে মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ৫শত টাকা অর্থদন্ড করা হয়।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান আলফু মিয়া মাদক চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে দন্ড প্রদান করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে বানিয়াচং থানায় চুরি মামলাসহ ০৪(চার)টি মামলা রুজু রহিয়াছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply