এস এম খোকন ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ের পল্লীতে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুইটি ড্রেজার মেশিন বিনষ্ট করাসহ একজনকে অর্থদন্ড করা হয়েছে।
৩১ আগষ্ট সোমবার বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউপির মাদানীগঞ্জ বাজারে অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করা অবস্থায় দুইটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়।
এছাড়া একই এলাকার জব্বর মিয়াকে ৫০হাজার টাকা অর্থদন্ডসহ অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক ইফফাত আরা জামান ঊর্মি।
ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন এস আই কবিরের নেতৃত্বে বানিয়াচং থানার একদল পুলিশ।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক ইফফাত আরা জামান ঊর্মি জানান অবৈধ ভাবে মাটি উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উল্লেখিত দন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply