1. sm.khakon0@gmail.com : udaytv :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:০২ অপরাহ্ন

বানিয়াচংয়ে ব্যবসায়ী নির্বাচনে সম্পাদক পদে হাফিজুর রহমানের মনোনয়ন দাখিল ॥ ২০ জুন নির্বাচন

হবিগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৮৪ বার পড়া হয়েছে

বানিয়াচংয়ে ব্যবসায়ী নির্বাচনে মাতাপুর মহল্লার সর্দার এস এম হাফিজুর রহমান সাধারন সম্পাদক পদে মনোনয়ন দাখিল করেছেন।

০৯ জুন বুধবার সকালে উৎসব মূখর পরিবেশে আদর্শ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে অন্তত শতাধিক ব্যবসায়ী ও এলকার গন্যমান্যদের সাথে নিয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এসময় উল্লেখ যোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আদর্শবাজারের ঔষধ ব্যবসায়ী ও সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, সৈদ্যাটুলা মহল্লার সর্দার তালেবুর রহমান খান তালহা,

তোপখানা মহল্লার সাবেক সর্দার আজমল হোসেন খান, সৈদ্যাটুলা মহল্লার মুরব্বি আলিফ উল্লা, মাতাপুর মহল্লার সঞ্জব আলী, ব্যবসায়ী আনোয়ার মিয়া, মোঃ আব্দুল কাদির, মোঃ মজনু খা, মাসুক মিয়া, সহিবুর রহমান, এস এম হাবিবুর রহমান, আজমলুল করিম, ইসরাইল মিয়া, আব্দু ছালাম, রহমান আলী, এস এম আবিদুর রহমান, রায়হান মিয়া,কামরুল হাসান, আশিষ দাশ, সামছু মিয়া, এস এম এবাদুর রহমান, এস এম আতিকুর রহমান, সুবেল মিয়া, সামসন মিয়া, আবুল কালাম, আব্দুল হাকিম, আমিনুল মিয়া, শফিকুল হক প্রমুখ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্যান্য পদে যারা মনোনয়ন দাখিল করেছেন, সভাপতি পদে হোসেন আহমদ খান, সেরুজ্জামান খান বাচ্চু, ফুরুক ঠাকুর. সহ-সভাপতি পদে আনোয়ার মিয়া, জিতু মিয়া ও রমজান মিয়া, যুগ্ম-সম্পাদক পদে জিয়াউর রহমান, মনির হুসেন, অর্থ-সম্পাদক পদে ইউসুফ মিয়া ও মুজিব লস্কর, প্রচার সম্পাদক দুলাল মিয়া, ক্রিড়া সম্পাদক পদে কামরুল হাসান, ধর্মবিষয়ক সম্পাদক পদে মনছুর মিয়া, সদস্যপদে নুর আহাম্মদ, শফিকুল হক, সুজন মিয়া, মনছুর আলী মনোনয়ন দাখিল করেছেন।

১০ জুন বৃহস্পতিবার বাছাই, ১১ জুন শুক্রবার প্রত্যাহার, ১২ জুন শনিবার প্রতিক বরাদ্ধ, ২০ জুন রবিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
একক প্রাথীদের বাছাইয়ের দিন বিজয়ী ঘোষনা করা হবে বলে জানান নির্বাচন কমিশন সদস্য আশরাফুল করিম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD