হবিগঞ্জের বানিয়াচংয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন করা হযেছে। ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বে-সরকারি ভবনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।
পরে সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মাঠে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বানিয়াচং থানা, বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ,সকাল সাড়ে ১০ ঘটিকার সময় কেককাটা, বঙ্গবন্ধুর জীবন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে আলোচনা সভা এবং দুপুরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সকল কর্মসূচি ও বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আঙ্গুর মিয়া,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শামিমা আক্তার, উপজেলা কৃষি অফিসার এনামুল হক,
উপজেলা প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান, প্রকল্পবাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশ, মহিলা বিষয়ক অফিসার কুহেলিকা সরকার, পল্লীবিদ্যুতের ডিজিএম আব্দুল্লা আল মাসুদ, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, আনুয়ার হোসেন, আরফান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply