1. sm.khakon0@gmail.com : udaytv :
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম খোকন
  • বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৬৬ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। পাশে অতিথিবৃন্দ। ছবিঃ উদয় টিভি

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ অক্টোবর সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় কুইজ প্রতিযোগিতা ও বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় ২টি কলেজ ও ৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

কুইজ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি তালুকদার ও পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকোরানা,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা যুবউন্নয়ন অফিসার জাফর ইকবাল, রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়া বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কলেজ পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে সুফিয়া মতিন মহিলা কলেজ। এছাড়া মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে ডাঃ ইলিয়াছ একাডেমী ও তৃতীয় স্থান অধিকার করে বানিয়াচং এলআর সরকারি উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝ ক্রেস্ট ও সার্টিফিকেট তুলেদেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।
সভাপতির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেছেন, বিজ্ঞানকে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীরা এবিষয়ে বেশিবেশি পড়াশোনা করতে হবে। বিশেষ করে প্রতিটি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ক পড়াশোনার পাশাপাশি সেমিনার করার উপর তিনি তাগিদ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD