এস এম খোকন ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে পানিবন্দীদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও ত্রাণ বণ্ঠন করেছেন হবিগঞ্জের জেলা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
২৪ জুলাই শুক্রবার উপজেলার ১১নং মক্রমপুর, ১৩নং মন্দরী, ১৪নং মুরাদপুর ও ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানিবন্দীদের মাঝে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করেন।
জেলা প্রশাসকের আন্তরিকতায় পানিবন্দী মানুষ গুলো আবেগ আপ্লুত হয়ে পড়েন।
এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আনিছুর রহমান খান ও মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.আহাদ মিয়া।
পরিদর্শনকালে হাওর থেকে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়ানো হয়। হাওরের মৎস্য রক্ষায় জেলেদের উৎসাহ প্রদানের জন্য জালের বিনিময়ে ত্রাণ দেয়া হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জেলেদের অবৈধ কারেন্ট ও খুনাবেড় জাল ব্যবহার করতে নিষেধ করেন এবং তাদের সহযোগিতার আশ্বাস দেন।
কারেন্ট জালসহ সরকার কতৃক নিষিদ্ধ সকল জাল ব্যবহার করা থেকে বিরতসহ সরকারি সকল আদেশ মেনে চলার নির্দেশনা প্রদান করেন।
এসময় আইনমেনে চলা প্রত্যেক জেলেকে জেলা প্রশাসনের পক্ষথেকে ১ মাসের করে খাবার প্রদান করার পাশাপাশি ১টি করে বৈধ জাল প্রদানের আশ্বাস দেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply