বানিয়াচংয়ে হাওড়ে কাজ করারত অবস্থায় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। জানাযায় ০৪ মে বানিয়াচং উপজেলা সদরের দত্তপাড়া গ্রামের জতিস সরকারের স্ত্রী লক্ষীরাণী সরকার (৪০) জীবিকার তাগিদে ঐ গ্রামের হাওড়ের ভানু হাজীর পুকুরপাড় নামক স্থানে জমিতে ধান কুড়াতে গিয়ে সন্ধ্যায় বজ্রপাতে ঘটনাস্থলেই মারাযায়।
নিহত লক্ষীরাণী সরকার দুই পুত্র ও এক কণ্যা সন্তানের জননী।
এছাড়া একই সময়ে উপজেলার বলাকীপুর গ্রামের অর্জুন রবিদাসের কণ্যা করমতি রবিদাস (১৬) নামে এক কিশোরী বাড়ীতে কাজ করার সময় বজ্রপাতের কবলে পড়ে মৃত্যু হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply