ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১৬৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে করপোরেট সীম বিতরণ করা হয়েছে।
২৫ মে মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের দাপ্তরিক যোগাযোগ সহজীকরণের লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকের মাঝে বিনামূল্যে করপোরেট সীম বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি।
উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রৌশনারা আক্তার লিলুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা, শ্রেষ্ঠ এসএমসি ও বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, প্রধান শিক্ষক অরুন কুমার দাশ, আব্দুল কাইয়ুম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম, প্রধান শিক্ষক সাইফুল আলম, হাবিবুর রহমান, আফরুজা বেগম, তাজ উদ্দিন, সত্যপ্রিয় রায় চৌধুরী, সজল গোপ, কামরুজ্জামান খান, সাধনাসুত্র ধরসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেছেন শিক্ষা হচ্ছে মানুষের আচরণের ইতিবাচক পরিবর্তন। আর যিনি এই আচরণের ইতিবাচক পরিবর্তনের কান্ডারি তিনিই হলেন শিক্ষক। পিতামাতা সন্তানকে পৃথিবীর আলো-বাতাস দেখান ঠিকই, কিন্তু সন্তানকে পরিপূর্ণ মানুষরূপে গড়ে উঠতে যার অক্লান্ত পরিশ্রম নিহিত, তিনিই হলেন শিক্ষক। শিক্ষকতা মহান পেশা।
সেই মহান পেশায় আত্মত্যাগের মহান প্রত্যয় নিয়েই শিক্ষকেরা নিজেকে শিক্ষার্থীদের কাছে অকাতরে বিলিয়ে দেন। নিজের সর্বোচ্চটুকু দিয়েও চেষ্টা করেন শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের শিখা জ্বালাতে। একজন শিক্ষক ছাত্রদের কাছে আদর্শস্বরূপ। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার শিক্ষা এ সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। শিক্ষকরা আরো আন্তরিক হলেই সরকারের মহতী উদ্যোগ সফল হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply