বানিয়াচংয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বাধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মাঠে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে ও পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেবের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক ডাঃ মোঃ আব্দুস ছামাদ, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ৬নং কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, প্রাণিসম্পদ অফিসের উপ-সহকারী মখলিছুর রহমান প্রমুখ।
এছাড়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার বুরহান উদ্দিন, সমবায় অফিসার ইকবাল হোসেন, দৈনিক আমার হবিগঞ্জের উপ-সস্পাদক রায়হান উদ্দিন সুমন, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি এস এম খলিলুর রহমার রাজু, ডেইলি কান্টি টুডের বানিয়াচং প্রতিনিধি ইমতিয়াজ আহমদ লিলু, খামারীসহ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ প্রদর্শণীতে অংশ নেয়া খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply