1. sm.khakon0@gmail.com : udaytv :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ অপরাহ্ন

বানিয়াচংয়ে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এস এম খোকন
  • মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামিমা আক্তার, বানিয়াচং বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া ও আনোয়ার হোসেন প্রমুখ।

এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় দাশ, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল্লা আল মাসুদ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা লিটন সূত্রধর, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, তথ্য আপা নুপুর রাণী মহন্ত, একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার, উপজেলা স্কাউটসের সম্পাদক মোঃ আবু তাহের, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ ফুল মিয়া, হিন্দু বৌদ্ধ খ্রি. ঐক্য পরিষদ নেতা কাজল চ্যাটার্জিসহ বিভিন্ন অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, তামাক ও ধূমপান বাংলাদেশের জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। ধূমপানকারী ব্যক্তি বিভিন্নভাবে শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হন।

এ লক্ষ্যে ‘পাবলিক প্লেস’ ও ‘পাবলিক পরিবহনে’ ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিধিমালা পাস হওয়ার সঙ্গে আইন বাস্তবায়নের পথ সুগম করতে এ বিষয়ে সর্বস্তরের জনসাধারণের সচেতন হওয়া একান্ত জরুরি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD