বানিয়াচংয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৯কেজি গাঁজাসহ আছমা আক্তার (৪০) নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। সে বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা (মালের হাটি) গ্রামের আব্দুর রউফ মিয়ার স্ত্রী।
বানিয়াচং থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, রবিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই অমিতাব দাস তালুকদারের নেতৃত্বে বানিয়াচং থানার একদল পুলিশ ঐ সময়ে আব্দুর রউফ এর বসত ঘরের পাশে তারই মালিকানাধীন (খড়ের লাইচ) এর পাশে বিক্রির জন্য পুরিয়া তৈরী করা অবস্থায় উল্লেখিত গাঁজা সহ ১জনকে গ্রেফতার করা হয়। এসময় মৃত গেদা উল্লার পুত্র আব্দুর রউফ (৪৫) পালাইয়া যায়।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, মদগাঁজা, চুরি ডাকাতি, দাঙ্গাসহ সকল প্রকার অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার আক্তার হোসেন স্যারের নেতৃত্বে জেলার সর্বত্র অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply