এস এম খোকনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে মৎস্য সমিতির টাকার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ষে ১জন নিহত হয়েছে। গুরুতর আহত এক বৃদ্ধাকে মুখে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৮ আগস্ট শনিবার বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের পূর্ব পুকড়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের মৎস্য সমিতির টাকার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে একই গ্রামের ইউনুছ আলী এবং মন্নর আলী গংগদের মধ্যে কথা কাটাকাটি হয় সকাল ১০ টার দিকে। এক পর্য্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সংঘর্ষে গুরুতর আহত ইউনুছ আলী (২২) কে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ইউনুছ পূর্ব পুকড়া গ্রামের মাজেদ আলীর ছেলে। এদিকে গুরুতর অপর আহত নিহত ইউনুছ এর মা মিনা বেগমকে মুমুর্ষবস্থায় সিলেট প্রেরন করা হয়েছে। এ ঘটনায় বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১জনকে আটক করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে , অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন, ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আর যেন কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেজন্য এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply