হবিগঞ্জের বানিয়াচংয়ে টিসিবির পণ্য অবৈধভাবে মজুত ও কালোবাজারে বিক্রির অপরাধে দুই ডিলারকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
অর্থদন্ড প্রাপ্তরা হলেন মোতাব্বির ট্রেডার্স এর মালিক সাগরদীঘির পূর্বপাড় গ্রামের মোতাব্বির মিয়া ও দোয়াখানী মহল্লার লেছু মিয়ার পুত্র ব্যবসায়ী ইকবাল মিয়। তাদের প্রত্যেককে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা অর্থদন্ডকরা হয়।
০৩ আগস্ট রাত ৯ ঘটিকায় বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা স্থানীয় গ্যানিংগঞ্জ বাজারে অভিযান চালিয়ে হাফেজ হোসাইন ট্রেডার্সের তালা ভেঙ্গে ৯ বস্তা চিনি ও ১ বস্তা মশুর ডাল উদ্ধার করেন। যার বাজার মূল্য ২৭ হাজার ৫শ’ টাকা। অভিযানের খবর পেয়ে হাফেজ হোসাইন ট্রেডার্সের মালিক ইকবাল মিয়া দোকান বন্ধ করে পালিয়ে যায়। পরে বাজার কমিটির মাধ্যমে দোকানের তালা ভেঙ্গে ৯ বস্তা টিসিবির চিনি ও ১ বস্তা মসুর ডাল উদ্ধার করা হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান দীর্ঘদিন যাবত অর্থদন্ডপ্রাপ্তরা টিসিবির পণ্য অবৈধভাবে কালোবাজারে বিক্রি করে আসছিল।
মোবাইল কোর্টে বিচারক উপজেলা নির্বাহী অফিসারমাসুদ রানা জানান টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অপরাধে ১৫ হাজার করে দুই ডিলাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply