“সবার জন্য প্রয়োজন,জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এই প্রতিপাদ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ০৬ অক্টোবর বুধবার সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিফুল ইসলাম সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা লিটন চন্দ্র, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন,সহকারি প্রোগ্রামার কাজী মঈনুল হোসেন,২নং ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান প্রমুখ।
এছাড়াও সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন,ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, গিয়াস উদ্দিন, রিপোটার্স ইউনিটির সভাপতি জীবন আহমদ লিটনসহ উপজেলার প্রতিটি ইউপি সচিব ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply