হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে বন্যার ক্ষয়-ক্ষতি পুষিয়ে আগাম প্রস্তুতি হিসাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
২৯ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করার পাশাপাশি প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
বানিয়াচং উপলো নিবৃাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার সৈয়দ হোসেন,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মানবজমিনের বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া, মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শিব্বির আহমদ আরজু প্রমুখ।
পরে অতিথিবৃন্দ কৃষকদের হাতে বিনামুল্যে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ তুলে দেন।
এছাড়া উপসহকারী কৃষি অফিসার ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply