“শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় বানিয়াচংয়ে ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুন মঙ্গলবার দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন
সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান (ঊর্মি), ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়া, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, শেখ শামছুল হক, আহাদ মিয়া, রেহাছ মিয়া প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply