1. sm.khakon0@gmail.com : udaytv :
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ

Reporter Name
  • বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ১৯৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ  বিতরণ করা হয়েছে।

০২ডিসেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলার ১৫টি ইউনিয়নের ৭ হাজার ৫শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান বীজ বিতরণ করেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার এনামুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজমূল হক চৌধুরী,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, ইউনিয়ন শাহ শওকত আরেফিন সেলিম মোঃ এরশাদ আলীসহ দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কৃষি ক্ষেত্রকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কৃষকদের জন্য বিনামূল্যে সার, বীজ ও কৃষি প্রণোদনা প্রদান করে কৃষি ক্ষেত্রে আমুল পরিবর্তন এনে দিয়েছেন।

এ কারণে দেশ আজ কৃষিতে স্বয়ংসম্পূর্ন। দেশের কোথাও যেন পতিত জমি না থাকে সে দিকে সবার নজর রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD