হবিগঞ্জ প্রতিনিধি ॥ শারীরিক দূরত্ব বজায় রাখুন,সামাজিক বন্ধন দৃঢ় করুন। এই শ্লোগানকে সামনে রেখে করোনা দূর্যোগে গন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বানিয়াচং উপজেলা বিএনপির মাধ্যমে বেসিন স্থাপন লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।
১০ জুলাই শুক্রবার বিকালে উপজেলা সদরের আদর্শবাজারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন এর সৌজন্যে বানিয়াচং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মাস্ক ও সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমদ, সাবেক আহবায়ক মুজিবুল হোসেন মারুফ, যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন বকুল,ইউনিয়ন বিএনপি নেতা আলী হোসেন,ডাঃ উমেদ লস্কর,যুবদল নেতা মিলন খান,এস এম হাবিবুর রহমান, আব্দুস সালাম,জিয়াউর রহমান,আনোয়ার হোসেন,জহিরুল ইসলাম, রেজাউর রহমান, শহিদ মিয়াসহ বিএনপির অংগসংগঠনের নেতাকর্মীরা মাস্ক ও লিফলেট বিতরণ করেন।
পরে উপজেলা যুবদল নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় সাধারণ মানুষকে সচেতন করতে বাজারে দুইটি হাত ধুয়ার বেসিন স্থাপন করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply