বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ রোববার বিকাল ৩ ঘটিকায় সোলাটেকা গ্রামের পার্শ্ববর্তী শাখা কুশিয়ারা নদীর পাড় হইতে লক্ষীবাউর জঙ্গল (খরতীর জঙ্গল) পর্যন্ত মোট ৫ কিলোমিটার রাস্তা কয়েক শতাধিক লোকের সমন্বয়ে ম্যারাথন প্রতিযোগিতা পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে ম্যারাথন প্রতিযোগিতার শুভ উদ্ভোধন করেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি ইফফাত আরা জামান ঊর্মি, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, প্রচার সম্পাদক আসাদুর রহমান খান, সাবরেজিষ্ট্রার ইসমত পাশা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার হাসিবুল ইসলামসহ বিভিন্ন দফতরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক,শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply