হবিগঞ্জের বানিয়াচংয়ে “আপনার অধিকার আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন এ প্রতিপ্রাদ্যে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্রের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, দুর্নীতি দমন কমিশন বানিয়াচং উপজেলা শাখার সভাপতি বিপুল ভূষন রায়, সহ-সভাপতি ও বিএসডি মহিলা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুবাশ্বির আহমদ, সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আতাউর রহমান ও বানিয়াচং উপজেলা প্রেসকাব সভাপতি এস এম খোকন।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এরপূর্বে উপজেলা মাঠে জাতীয় প্রতাকা উত্তোলন করে একটি র্যালী বানিয়াচং সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply