হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে নদীথেকে অজ্ঞাত (৩২) যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার উপজেলার কাগাপাশা ইউনিয়নের ছোটা নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার উজান থেকে আসা কাগাপাশা ইউনিয়নের মকার হাওরের পাশ দিয়ে বয়ে যাওয়া ঐ নদীতে ভেসে উঠা লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে বানিয়াচং থানার তদন্ত ওসি প্রজিত কুমার দাশ ও এস আই আব্দুল সাত্তারের নেতৃত্বে একদল পুলিশ পরিচয় বিহীন যুবকের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
এব্যপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার পরই ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
পাশাপাশি দ্রুত পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে বার্তা প্রেরন করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply