হবিগঞ্জের বানিয়াচংয়ের পল্লীতে বজ্রপাতে দুই কৃষকের করুণ মৃত্যু হয়েছে। বানিয়াচং উপজেলার পল্লী ৫নং দৌলতপুর ইউনিয়নের করচার হাওড়ে ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, ঐ হাওড়ে ১৬জুলাই শুক্রবার সকাল সাড়ে ৬ ঘটিকার সময় করচা গ্রামের নগরবাসী বৈষ্ণবের পুত্র রিপন বৈষ্ণব (২৮) ও পাশ্ববর্তী গ্রামের নিলকান্ত বৈষ্ণবের পুত্র বাবুল বৈষ্ণব (৪৫) মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই মারাযান। বজ্রপাতে মৃতের ঘটনার খবরের পরথেকে দুই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply