হবিগঞ্জের বানিয়াচংয়ে পর্যটন সংখ্যান্ত জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল বুধবার সকাল ১০ ঘটিকার সময় অনুষ্ঠিত জুম মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ট্যুরিজম বোর্ডের পরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ আবু তাহির জাবের।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও ট্যুরিজম বোর্ডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইশরাত জাহান কেয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্যুরিজম বোর্ডের উপসচিব হাজেরা খাতুন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়া,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন প্রমুখ। এছাড়া বানিয়াচং উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও ইউপি চেয়াম্যানগণ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মোঃ আবু তাহির জাবের বলেছেন বানিয়াচং উপজেলাকে পর্যটনের আওতায় আনতে ইতিমধ্যে সরকারের পক্ষথেকে বেশকিছু উদ্যোগ গ্রহন করা হয়েছে। সরকারের পাশাপাশি প্রয়োজনে স্থানীয়ভাবে উদ্যোক্তা তৈরী করতে হবে।
মনে রাখবেন বানিয়াচংয়ে দর্শনীয় স্থান গুলোকে নিয়ে পর্যটন গড়ে তুল্লে সরকারের পাশাপাশি বানিয়াচং বাসী বেশী উপক্রিত হবেন। বেকার সমস্য নিরসনসহ ব্যবসা বানিজ্যের উন্নতি ঘটবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply