বরগুনার সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের নির্বাচন আগামী ১১ নভেম্বর। দ্বিতীয় ধাপের এ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাচন অফিস ইতোমধ্যে যে তালিকা তৈরী করেছে তা পরিবর্তন করে নিরপেক্ষ ব্যক্তিদের প্রিজাইডিং সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের দাবী জানিয়েছেন ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো গোলাম সরোয়ার শাহিন।
মঙ্গলবার (৯-১১-২১) বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে গোলাম সরোয়ার শাহিন অভিযোগ করেন, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার যাদের প্যানেল তৈরী করা হয়েছে। এদের সকলে চেয়ারম্যান প্রার্থী এম.এ. বারী বাদলের আত্মীয় এবং ঘনিষ্ঠজন।
এছাড়া, প্রিজাইডিং অফিসার, আবু সালেহ মো. শাহিন, তাজউল ইসলাম এবং হাফিজুল হক বারী বাদলের ঘনিষ্ঠজন। সহকারী প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম শামিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন স¤পাদক হুমাউন কবির, বারী বাদলের খালাতো ভাই। এছাড়া তালিকার সকলেই বারী বাদলের নিকট আত্মীয় এমন অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নির্বাচন অফিসের কতিপয় কর্মকর্তা বিশেষ সুবিধা নিয়ে বারী বাদলের তালিকা থেকেই প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের পায়তারা করছেন। অবিলম্বে এই তালিকা পরিবর্তনের দাবী জানানো হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply