পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গ্রুপ পর্বে সহজ জয় পেয়েছে করাচি কিংস। করাচির হয়ে ঝড় তোলেন অধিনায়ক বাবর আজম ও জো ক্লার্ক। দু’জনের ঝড়ো ফিফটিতে ১৯৬ রানের বড় সংগ্রহও মামুলি হয়ে যায়। তারা জয় পায় ৭ উইকেটে।
শনিবার টস জিতে মুলতান সুলতানকে ব্যাটিংয়ে পাঠায় করাচি কিংস।
মুলতান সুলতানের করা ১৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন করাচির দুই ওপেনার শারজিল খান ও বাবর আজম। দু’জনে ৫৬ রানের জুটি গড়ে ১৪ বলে ২৭ রান করে আউট হন শারজিল খান। এরপর বাবরকে সঙ্গ দেন জো ক্লার্ক।
২৬ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলীয় ১৫৩ রানে আউট হন ক্লার্ক। তখনো বাবর ঝড় চলছে। তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন কলিন ইনগ্রাম। আউট হন মাত্র ৬ রান করে। এরপর ক্রিজে আসেন মোহাম্মদ নবী। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই ম্যাচ শেষ করেন বাবর আজম ও মোহাম্মদ নবী। বাবর আজম ৬০ বলে ৯০ রান করে অপরাজিত ছিলেন, নবী করেন ১৩ রান।
মুলতান সুলতানের হয়ে শাহনেওয়াজ দানি ২ ও সোহেল খান ১টি করে উইকেট পান।
এরআগে টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মাদ রেজওয়ান, ক্রিস লিন, জেমস ভিন্স ও শোয়েব মাকসুদের ত্রিশোর্ধ ইনিংসের উপর ভর করে ১৯৫ রান সংগ্রহ করে মুলতান সুলতান।
করাচি কিংসের হয়ে আশরাফ ইকবাল ২, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, ওয়াকাস মাকসুদ ও ড্যানিয়েল ক্রিসটান ১টি করে উইকেট নেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply