করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে নাটোর জেলা প্রশাসনের চলমান অভিযানে ৭জুন রবিবার জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় নাটোর সদরে পৃথক দুইটি মোবাইল কোর্টে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক পরিধান না করায় ২০ টি মামলায় ২৩ জনকে মোট ৪,৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এছাড়া জেলার লালপুর, গুরুদাসপুর এবং বাগাতিপাড়া উপজেলায় পরিচালিত মোবাইল কোর্টে ২৮ জনকে মোট ৫,৪০০ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি বিভিন্ন স্থানে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
এবিষয়ে জেলা প্রশাসক শাহরিয়াজ পিএএ বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে নাটোর জেলা প্রশাসনের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply