1. sm.khakon0@gmail.com : udaytv :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০১:৫২ অপরাহ্ন

নাগুড়া ফার্মে কৃষি বিশ্ববিদ্যালয় স্থপনের দাবীতে বানিয়াচংয়ে মানববন্ধন

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ১৬৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ নাগুড়া কৃষি ফার্ম এলাকায় “হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়” স্থাপনের দাবিতে মানব বন্ধন করেছে বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের জনগণ।

মানববন্ধনে বক্তারা মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানিয়ে বলেন “হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়টি” হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলাধীন নাগুড়া কৃষি ফার্ম এলাকায় স্থাপন করা হলে সরকারের হাজার কোটি টাকা সাশ্রয় হবে এবং হবিগঞ্জ বাসীর লালিত স্বপ্ন পুরণ হবে।

নাগুড়া কৃষি ফার্মকে কেন্দ্র করেই কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের চিন্তা ভাবনা করে ছিলেন  সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি করা হয়ে ছিল। সেই দাবির প্রেক্ষিতে গত ১০সেপ্টেম্বর মহান জাতীয় সংসদে “হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়” আইন পাস হয়েছে।

নাগুড়া ফার্ম এলাকায় ১০০ একরের উপরে সরকারি খাস জমি, হাজার হাজার একর কৃষি অকৃষি জমি ও প্রয়োজনীয় অবকাঠামো এবং গবেষণাগার বিদ্যমান। ইচ্ছে করলে এখনই শিক্ষা কার্যক্রম চালু করা সম্ভব। উক্ত স্থানটি হবিগঞ্জ জেলার নয়টি উপজেলার প্রাণকেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা ও পরিবেশ অত্যন্ত ভাল।

এখানে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করলে আপাতত কোন জমি ক্রয় করার প্রয়োজন হবে না। পরবর্তীতে যদি জমি ক্রয় করার প্রয়োজন হয় তাহলে শহরের তুলনায় এখানে জমির মূল্যও প্রায় ৩০ গুন কম হবে।

তারা আরো বলেন তৈরি জায়গা থাকতে নতুন করে আরেকটি জায়গা তৈরি করে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করে সরকারের হাজার কোটি অপচয় করার কোন যুক্তিকতা নেই। নাগুড়া কৃষি ফার্ম এলাকায়ই “হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়” স্থাপনের একমাত্র উপযুক্ত স্থান।

২৮ অক্টোবর বিকালে বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর বাজারে উত্তর সাঙ্গর মাদ্রাসার সভাপতি ও পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম ফুল মিয়ার সভাপতিত্বে ও আব্দুর আউয়াল মেম্বারের পরিচালনায় মানব বন্ধননে  বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার,আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন বিলু মিয়া, হবিগঞ্জ পৌর সেচ্ছা সেবক লীগের আহ্বায়ক বাবুল চৌধুরী, ইসমাইল হোসেন, হান্নান চৌধুরী,ইউনিয়ন যুবলীগের সভাপতি আফজল আনসারী, জেলা ছাত্রলীগ নেতা জি এম কাদির, জাহির মেম্বার, খোদেজা আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD