1. sm.khakon0@gmail.com : udaytv :
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৫:০১ পূর্বাহ্ন

নবীগঞ্জে দশ টাকা কেজির চাল আত্মসাত’র অভিযোগে ডিলারশীপ বাতিল

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২৯৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি॥ নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নে সরকারি দশ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগে একজনের ডিলারশীপ বাতিল হয়েছে। মঙ্গলবার খাদ্য বান্ধব কর্মসূচি উপজেলা কমিটির সভায় লিটন চন্দ্র দেব নামে ওই ব্যক্তির ডিলারশীপ বাতিলের সিদ্ধান্ত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিৎ কুমার পাল  বিষয়টি জানিয়েছেন। ডিলার লিটন সম্প্রতি ভূয়া টিপসইয়ের মাধ্যমে সুবিধাভোগীদের চাল আত্মসাত করেন। এমন অভিযোগ উঠলে এলাকায় প্রতিক্রিয়া শুরু হয়। ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদনও করেন বঞ্চিত কয়েকজন। এরপর তদন্তে নামে প্রশাসন।

অভিযোগের সত্যতা পাওয়ার পর অবশেষে গত মঙ্গলবার বিকেলে খাদ্য বান্ধব কর্মসূচি উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে লিটনের ডিলারশরীপ বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিৎ কুমার পাল জানান, আরো বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে। লিটনের কোন অনিয়ম পেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD