নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠনে নবীগঞ্জে কর্মরত অনলাইন গণমাধ্যমকর্মীদের ভুলবুঝাবুঝির অবশান হয়েছে। বর্তমানে উপজেলায় কর্মরকত জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভূক্ত ও হবিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের অর্ন্তগত নবীগঞ্জে অনলাইন প্রেসক্লাবের সকল অনলাইন সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়েছেন।
বৃহষ্পতিবার উপজেলা সদরের ওসমানী রোডে একটি অস্থায়ী কার্যালয়ে সিনিয়র সাংবাদিক আশাঈদ আলী আশার সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তারা এই ঐক্যের ঘোষনা দেন। সভায় অনলাইন সাংবাদিক ক্লাব সমন্বয় কারীদের মধ্যে উপস্থিত ছিলেন- তাজুল ইসলাম, নাবেদ মিয়া, আলী জাবেদ মান্না, ফাহাদ আহমদ, মোফাজ্জল ইসলাম সজীব, অর্জন রায়, নাজমুল ইসলাম, জসিম উদ্দিন, সেলিম উদ্দিন, মোঃ আলাল মিয়া,জাফর ইকবাল প্রমূখ। সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক এম. সাইফুর রহমান তালুকদার, হবিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন জাবেদ । সভায় বক্তারা বলেন, আমাদের দীর্ঘদিনের ভুলবুঝাবুঝির অবসান হলো।
বর্তমান কমিটির মেয়াদ উত্তির্ন হওয়ায় নবীগঞ্জের সকল অনলাইন প্রেসক্লাব সদস্যগণের সমন্বয় করে ১১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়। নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাথে থেকে সকল সাংবাদিকগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে ঘোষনা দেন। জাতীয় অনলাইন প্রেসক্লাবের স্বপ্নদ্রষ্ঠা ও প্রতিষ্ঠাতা আহবায়ক মোস্তফা জব্বার যে স্বপ্ন নিয়ে অনলাইন প্রেসক্লাবের যাত্রা শুরু করেছিলেন আমরা সেই স্বপ্ন বাস্তবায়নেই দিকেই এগিয়ে যেতে চাই। আজ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে সমাজের অবহেলিত বঞ্চিত মানুষের কথা দেশও জাতির সামনে তুলে ধরবো।
Designed by: Sylhet Host BD
Leave a Reply