এস এম খোকন ॥ করোনা দূর্যোগে ঢাকা সিলেট মহাসড়কের পরিবহণের চালক ও যাত্রীদের মধ্যে গনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ এলাকায় প্রচারপত্র বিলি করছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ তফিকুল ইসলাম তফিকের নেতৃত্বে এ প্রচারপত্র বিলি করা হয়। এ সময় তিনি জানান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অধিনস্থ মহাসড়কের ৫৫ কিলোমিটার এলাকায় সামাজিক দুরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে যাতে পরিবহনগুলো চলাচল করে এ জন্য পুলিশ আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া মহসড়কের সিএনজি অটোরিক্সাসহ ছোট ছোট পরিবহনগুলো অবৈধ ভাবে যাতে সড়কে না উঠে এজন্য পরিবহনের চালক ও মালিকদের নিয়ে সভা করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply