চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে একদিনে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ২০জন, হাজীগঞ্জ ১৭ জন, কচুয়া ৫ জন, শাহরাস্তি ১১ জন, হাইমচরে ৫ জন, ফরিদগঞ্জে ৫ জন, মতলব দক্ষিনে ৭ জন ও মতলব উত্তরে ৩ জন রয়েছেন।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ২৭৪ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭৩টি পজেটিভ, ২০১ টি নেগেটিভ।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত রয়েছেন ৩৬৬ জন তন্মধ্যে চাঁদপুর সদরে ১৫৭জন, ফরিদগঞ্জে ৪৯ জন, হাজীগঞ্জে ৪২জন, মতলব দক্ষিণে ৩০ জন, শাহরাস্তিতে ৩৪ জন, কচুয়ায় ২৩ জন, মতলব উত্তরে ১৬ জন ও হাইমচরে ১৫ জন।
এছাড়া জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২৯ জন মৃত্যু বরণ করেছেন তন্মধ্যে চাঁদপুর সদরে ১০ জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, হাজীগঞ্জে ৫ জন, মতলব উত্তরে ২জন, মতলব দক্ষিনে ১ জন ও শাহরাস্তিতে ৩জন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply