1. sm.khakon0@gmail.com : udaytv :
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

গণসমাবেশ ও গণসংগীতের মাধ্যমে পূর্ব লন্ডনে মে দিবস পালিত

মতিয়ার চৌধুরী, লন্ডন
  • বুধবার, ১১ মে, ২০২২
  • ৩১০ বার পড়া হয়েছে
গণসমাবেশ ও গণসংগীতের মাধ্যমে পূর্ব লন্ডনে মে দিবস পালিত

মে দিবসের চেতনায় সারা বিশ্বের শ্রমজীবী মানুষের প্রতি লড়াকু সংহতি জানিয়ে এবং শোষণমুক্ত সমতার বিশ্ব গড়ারআন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় কে সামনে রেখে গত ৯ মে বিকেলে পূর্ব লন্ডনের ইস্টহ্যামের ট্রিনিটি সেন্টারে’বাংলাদেশী ওয়ার্কার্স কাউন্সিল, ইউ কে’র উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গনসমাবেশ এবং গন সাংস্কৃতিকঅনুষ্ঠান আয়োজিত হয়।

সমাবেশে বক্তারা বলেন শ্রমিকই মূলতঃ তাদের শ্রম, মেধা ও আত্মত্যাগের মাধ্যমে পৃথিবীর দেশে দেশে সভ্যতার চাকা এগিয়েনিয়ে গেছেন, সমাজের সমৃদ্ধি অর্জনের নিয়ামক শক্তি হিসেবে কাজ করছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়- তাদের নিজেদের ভাগ্যেরকোন পরিবর্তন ঘটেনি। সত্যিকার অর্থে শ্রমিকের ভাগ্যের পরিবর্তন করতে হলে মালিক ও শাসক শ্রেণীর শোষণ বঞ্চনার অবসানঘটাতে হবে। এবং তার জন্য প্রয়োজন শ্রমিক-মেহনতি মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ সংগ্রাম ।

সমাবেশে শ্রমিকদের নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মস্থল নিশ্চিত করা, বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মস্থলে হতাহত শ্রমিকদের পুনর্বাসন ওক্ষতিপুরন প্রদান, স্বীকৃত দৈনিক কর্মঘণ্টা নিশ্চিত করা ও ন্যায্য মজুরি প্রদানের দাবি জানানো হয়।

বক্তারা আরো বলেন- সারা বিশ্বের পরিবেশ দূষণ, যুদ্ধ বিগ্রহে সাধারণ শ্রমজীবি মানুষ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে । এছাড়া যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অভিবাসী শ্রমিক এবং শরণার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরন এবং বর্ণবাদী আইনের বিরুদ্ধেজোরদার জনমত গড়ে তোলার আহবান জানানো হয়।

বাংলাদেশী ওয়ার্কার্স কাউন্সিল, ইউ কে ‘র চেয়ারপারসন শাহরিয়ার বিন আলী এবং  সাধারন সম্পাদক সুশান্ত দাসের যৌথ সভাপতিত্বে সমাবেশে মে দিবসের লড়াকু ইতিহাস- চেতনা ওবর্তমান পরিস্থিতিতে এর  তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন  ব্রিটেনের প্রখ্যাত পরিবহন শ্রমিক নেতা  আর এম টি ইউনিয়নের সভাপতি এলেকস গর্ডন নিউহ্যাম কাউন্সিলের নির্বাচিত মেয়র রোকসানা ফায়েজ। ব্রিটিশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রবার্ট গ্রিফিথ যুদ্ধবিরোধী আন্দোলনের নেতা এনড্রু মারি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- যুক্তরাজ্য এবং ইউরোপ শাখার সভাপতি এডভোকেটআবেদ আলী আবিদ; বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা লেখক ডেভিড রোসেনবারগ গ্রেটার লন্ডন এসেম্বলির প্রাক্তণ

সদস্য লেবার পার্টির নেতা মুরাদ কোরেশী; ট্রেড ইউনিয়ন নেতা এবং লিবারেশন সংগঠনের সাধারন সম্পাদক রজারম্যাকেনজি; যুক্তরাজ্য উদীচী পক্ষে ডা রফিকুল হাসান খান জিন্নাহ; বামপন্থী আইনজীবি জো ল্যাটিমার; বাংলাদেশী ওয়ার্কার্সকাউন্সিল, ইউ কে ‘র সহ সভাপতি জাহানারা রহমান জলি, সাংগঠনিক সম্পাদক বাবলু খন্দকার প্রমুখ।

এছাড়া সভায় উপস্থিত থেকে সংহতি প্রদান করেন লেবার পার্টির নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন দেশের শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, ব্রিটেনের মূলধারার ট্রেড ইউনিয়ন ও বামপন্থী রাজনৈতিক দলসমূহ, নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশের প্রগতিশীল বিভিন্নরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন সেক্টরে কর্মরত প্রবাসী বাঙালী শ্রমিকবৃন্দ।

সমাবেশে গণসংগীত পরিবেশন করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, যুক্তরাজ্য সংসদের শিল্পীবৃন্। একক ভাবে সংগীতপরিবেশন করেন গোপাল দাশ, জুবের আখতার সোহেল। নৃত্য পরিবেশন করেন মোহাম্মদ দীপ। স্বরচিত কবিতা পাঠ করেন শিবশংকর সাহা।

উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী এবং অন্যান্য দেশের শ্রমজীবি মানুষের অধিকার নিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে ২০১৬সালের ১৫ মার্চ  ‘বাংলাদেশী ওয়ার্কার্স কাউন্সিল, যুক্তরাজ্য’ গঠিত হয়। বাংলাদেশের প্রগতিশীল শ্রমিক আন্দোলন ওবিশ্বশ্রমিক আন্দোলনকে সক্রিয় সমর্থন করাও এ সংগঠনের অন্যতম লক্ষ্য।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD