1. sm.khakon0@gmail.com : udaytv :
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন

খারাপ পিচের জন্য পয়েন্ট বাদ! অনিশ্চিত ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল?

উদয় টিভি ডেস্ক রিপোর্ট
  • রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৩ বার পড়া হয়েছে

ইংল্যান্ডকে ২ দিনে হারতে হলো যে পিচে, সেই পিচই ঘাতক হতে চলেছে ভারতের? খারাপ পিচের তকমা পেলে পয়েন্ট কাটা হতে পারে ভারতের। পয়েন্ট বাদ যাওয়া মানেই আশঙ্কা থাকবে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিয়ে। আইসিসি-র নিয়ম কী? জেনে নেয়া যাক।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে সিরিজের শেষ ম্যাচ ড্র করলেও চলবে বিরাট কোহালিদের। আইসিসি-র নিয়ম অনুযায়ী খারাপ পিচ হলে ৩ পয়েন্ট কাটা হয়। তবে তা আয়োজক দেশের থেকে নয়, পয়েন্ট কাটা হয় সেই মাঠের থেকে। এখন পর্যন্ত মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বিরুদ্ধে আইসিসি এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা যায়নি। তাই ভারতীয় সমর্থকরা নিশ্চিন্ত থাকতে পারেন। পয়েন্ট কাটা হলেও বিরাটদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা আটকাবে না।

৪ মার্চ থেকে মোতেরাতেই ভারত নামবে সিরিজের শেষ টেস্ট খেলতে। ওই ম্যাচের পিচ কেমন সেই নিয়ে আগ্রহ রয়েছে সকলেরই। গোলাপি বলের টেস্ট ২ দিনে শেষ হয়ে যাওয়ার পর, ফের ঘূর্ণি পিচই তৈরি করবে ভারত? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ৪ মার্চ পর্যন্ত।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD