এস এম খোকন ॥ ইশরাত জাহান হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
ইশরাত জাহান এর পূর্বে ভূমি মন্ত্রনালয়ের উপ সচিব হিসেবে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপনে বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে বদলী ও একই সঙ্গে ভূমি মন্ত্রনালয়ের উপ সচিব ইশরাত জাহানকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হল। ইশরাত জাহান বিসিএস ২২তম ব্যাচের একজন কর্মকর্তা। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জননী।
তার স্বামীও মন্ত্রনালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।