হবিগঞ্জসহ দেশের ১০ জেলা প্রশাসককে বদলী করা হয়েছে । রবিবার ( ৯ জুলাই ) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জেলা প্রশাসক পদে এই রদবদল করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব দেবী চন্দকে হবিগঞ্জের জেলা প্রশাসক ( ডিসি ) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
অন্য আদেশে হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক ইশরাত জাহানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব হিসেবে বদলী করা হয়েছে। ২০২১ সালের জানুয়ারি মাসে ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব ইশরাত জাহানকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। ইশরাত জাহান বিসিএস ২২তম ব্যাচের কর্মকর্তা।
ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তাঁর স্বামী শরিফুল ইসলাম ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। যোগদানের পর থেকে তিনি হবিগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সফলতার পরিচয় দেন ৷
Designed by: Sylhet Host BD
Leave a Reply