হবিগঞ্জের আজমিরীগঞ্জে মোবাইল কোর্টে চিকিৎসককে করা জরিমানার ২০ হাজার টাকা ফেরত দেয়া হয়েছে।
গত ০৩ জুলাই শনিবার স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযোগ এনে উপজেলার কাকাইলছেও বাজারে পপুলার ফেজিওথেরাপি’র স্বত্ত্বাধিকারি ডাঃ রেজাউল করিমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করেছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শোয়েব শাত-ঈল ইভান।
এনিয়ে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে চিকিৎসকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে
০৫ জুলাই সোমবার সকালে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা চিকিৎসকের বাড়িতে মোবাইল কোর্টে করা জরিমানার ২০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।
এব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান বলেন, দণ্ডাদেশপ্রাপ্ত চিকিৎসকের আপিলের ভিত্তিতে মোবাইল কোর্টে করা জরিমানার টাকা মওকুফ করে ফেরত দেয়া হয়েছে।