করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ ১৭ মে থেকে ২৩ মে পর্যন্ত আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘চলমান বিধিনিষেধের মেয়াদ ১৭ থেকে ২৩ মে পর্যন্ত বাড়ানো সংক্রান্ত ফাইলে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আগের শর্তগুলোই বহাল থাকবে। আগামীকাল রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।’
ফরহাদ হোসেন বলেন, ঈদের পর ২২ থেকে ৩০ মে পর্যন্ত সংক্রমণ বাড়তে পারে বলে আমাদের ধারণা। এজন্য বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
সূত্র : বাসস
Designed by: Sylhet Host BD
Leave a Reply