এস এম খোকন ॥ বানিয়াচংয়ে ১৩ গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার বিকালে বানিয়াচং উপজেলার ১২ নং সুজাতপুর ইউনিয়নে ৭৫ লাখ ৬হাজার ২শত টাকা ব্যয়ে মধুপুর, বিষ্ণুপুর, হরিপুর, মেহেদীপুর, খড়তলা, জগৎপুর, গোড়াখালী, গবিন্দপুর, রাধাপুর, নিশ্চিন্তপুর, জয়পুর, আনোয়ারপুর ও গাজীপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্ভোধন করেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান।
কার্তিক দাসের সভাপতিত্বে ও কৃষ্ণভক্ত দাস ও অরুন চন্দ্র দাশের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মামুন মোল্লা, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, হাসিনা আক্তার,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার দেব, ৮নং খাগাউড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ শওকত আরেফীন সেলিম, ১২নং সুজাতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ শামীম, ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান,শিক্ষক নেতা অরুণ কুমার দাশ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেছেন আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই দেশে উন্নয়ন হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা শেখ হাসিনা প্রধান মন্ত্রী আছেন বলেই হাজার হাজার কোটি টাকা ব্যয় করে সড়ক, ব্রীজ কালভাট, নির্মান করে ভাটি অঞ্চলের সাথে উপজেলা ও জেলা সদরের যোগাযোগ স্থাপন ও গ্রামের মানুষকে বিদ্যুতের আলোয় আলোকিত করছেন। ইতিপূর্বে কোন সরকারই গ্রামগঞ্জের উন্নয়ন করাসহ বিদু্যুৎ সংযোগ দিতে পারেনাই।
Designed by: Sylhet Host BD
Leave a Reply